প্রিয় ১০ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা,
এই সময়টা তোমাদের দূরদর্শী পরিকল্পনা এবং একাগ্রতা নিয়ে পরিশ্রম করার সঠিক সময়। কারণ ১০ম শ্রেণির পরেই তোমাদের জন্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত SSC বোর্ড পরীক্ষা। তাই এখন হয়তো তোমাদের লক্ষ্য আসন্ন বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করা। তবে এক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে এই সময় বিভাগ কেন্দ্রিক কঠিন বিষয়গুলোতে বেশি জোর দেয়। যার ফলে বাংলা-ইংলিশ বিষয়ে প্রস্তুতির মান অনেকাংশে কম হয়ে থাকে। কিন্তু SSC বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো করতে প্রয়োজন সকল বিষয়ে সুষম প্রস্তুতি নিশ্চিত করা। তাই কোনোভাবেই এই বিষয় দুটিতে গুরুত্ব কমানো যাবে না। কেননা সকল বিষয়ে সম্মিলিত ভালো রেজাল্টই বোর্ড পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট নিশ্চিত করতে পারে।
এছাড়া SSC বোর্ড পরীক্ষার পর তোমরা একাদশ শ্রেণিতে যে বিভাগেই ভর্তি হও না কেন, সেখানেও আবশ্যিক বিষয় হিসেবে বাংলা ও ইংরেজি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আর পরবর্তীতে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতেও সফলতার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি বিষয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের এখন থেকেই বাংলা ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার মাধ্যমে বিষয় দুটিতে পূর্ণ দখল অর্জন করতে হবে। মূলত এ লক্ষ্যেই তোমাদের SSC বোর্ড পরীক্ষায় ভালো করার পাশাপাশি বাংলা-ইংলিশ বিষয়ের উপর সুষম প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে SSC 2025 বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য অনলাইনে সকল সার্ভিসের সমন্বয়ে উদ্ভাস এর আয়োজন “১০ম শ্রেণি বাংলা-ইংলিশ ফুল কোর্স ২০২৪ (অনলাইন ব্যাচ)” কার্যক্রম। এর মাধ্যমে তোমাদের ১০ম শ্রেণির বাংলা-ইংলিশ বিষয় ভালোভাবে আয়ত্তে আসবে। তাই বাংলা-ইংলিশ বিষয়ে মজবুত ভিত্তি গড়ে বোর্ড পরীক্ষার পাশাপাশি ভবিষ্যতের সকল পরীক্ষায় এগিয়ে থাকতে এই কোর্সটির বিকল্প নেই।
★ কোর্স শুরু: ১৫ মার্চ, ২০২৪
★ অনলাইন ব্যাচ ফি: ৪৫০০/- (চার হাজার পাঁচশত টাকা) [প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ৫০০/- ছাড়!]
★ অনলাইন ব্যাচ কোর্স বিবরণী:
- লেকচার ক্লাস: ৮৬টি (বাংলা-৩৬, ইংলিশ-৫০)
- ডেইলি এক্সাম: ৮৬ সেট
- মান্থলি এক্সাম: ১৫ সেট
- পেপার ফাইনাল এক্সাম: ০৬ সেট
- Analysis Report ও Auto SMS রেজাল্ট
- সার্বক্ষণিক Q & A সেবা