অফলাইনে সেরা উদ্ভাস-উন্মেষ অনলাইেনও সেরা

09666775566

HSC ক্যাডেট স্পেশাল মডেল টেস্ট ২০২৫

ক্যাডেট কলেজে অধ্যয়নরত যেসকল শিক্ষার্থীর মূল টার্গেট দীর্ঘদিনের কলেজ ছুটিকে কাজে লাগিয়ে HSC -এর প্রস্তুতি শাণিত করার মাধ্যমে বোর্ড পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিতে নিজেকে একধাপ এগিয়ে রাখা; তাদের জন্য উদ্ভাস-এর আয়োজন “HSC 2025 ক্যাডেট স্পেশাল মডেল টেস্ট”। যেখানে তোমরা HSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার মাধ্যমে বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন, মান, সময় ও নম্বর বণ্টন ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে এবং শেষ মুহূর্তে বোর্ড পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী ও চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারবে।

Image

এই প্রোগ্রামের কোর্সসমূহ

প্রিয় ক্যাডেট কলেজে অধ্যয়নরত HSC-25 পরীক্ষার্থী বন্ধুরা,

তোমরা ইতোমধ্যে জেনেছ যে, খুব শীঘ্রই তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ প্রস্তুতির জন্য তোমাদের হাতে আর খুব বেশি সময় নেই বললেই চলে। এতদিন বোর্ড পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতিটা তোমরা ক্যাডেট কলেজেই সম্পন্ন করেছ। তবে এই মুহূর্তে তোমাদের প্রস্তুতিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসা জরুরি। যেহেতু তোমরা কলেজ থেকে দীর্ঘদিনের একটা ছুটি পাচ্ছ, তাই ছুটির এই সময়টুকু যথাযথভাবে কাজে লাগিয়ে তোমাদের প্রস্তুতিকে আরও শাণিত করতে এই মূল্যবান সময়টুকু সঠিকভাবে ব্যবহার করতে হবে।

দেশব্যাপী উদ্ভাস এর ১০৪টি শাখায় অফলাইনে পরীক্ষা

এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে কার্যকরী হলো বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির মান যাচাই করা এবং খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করা। আর মূলত এ লক্ষ্যেই HSC 2025 ব্যাচের ক্যাডেটদের জন্য অফলাইনে উদ্ভাস-এর আয়োজন- “HSC 2025 ক্যাডেট স্পেশাল মডেল টেস্ট” কার্যক্রম। যার মাধ্যমে তোমরা HSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে বেশি বেশি পরীক্ষা দিয়ে বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন, মান, সময় ও নম্বর বণ্টন ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে শেষ মুহূর্তে বোর্ড পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারবে।

 

স্পেশাল মডেল টেস্ট কেন প্রয়োজন?

  • বোর্ড পরীক্ষার প্রশ্ন ধারার সাথে পরিচিত হওয়া।
  • সৃজনশীল প্রশ্ন-উত্তর সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ।
  • ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।
  • পরীক্ষাভীতি দূরীকরণ।
  • সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন।
  • পরীক্ষায় যথাযথ সময় বণ্টন।
  • নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ।
  • বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন।

 

 একনজরে কোর্স বিবরণী:

  • বোর্ড পরীক্ষার অনুরূপ স্পেশাল মডেল টেস্ট: ১৩টি
  • বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক: ১৩টি
  • সকল পরীক্ষা ও ম্যাটেরিয়ালস ইংরেজিতে
  • ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক Q&A সেবা

 

কোর্স শুরু: ২ মার্চ, ২০২৫

কোর্স ফি:

  • বইসহ কোর্স ফি: ৮০০০/- (আট হাজার টাকা)
  • বই ছাড়া কোর্স ফি: ৩৫০০/- (তিন হাজার পাঁচশত টাকা)