অফলাইনে সেরা উদ্ভাস-উন্মেষ অনলাইেনও সেরা

09666775566

HSC 1st Year (Prime Batch) (HSC'27 ব্যাচের জন্য)

শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ HSC লাইফে ভালো ফলাফল অর্জনে অগ্রগামী হয়ে প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই। কেননা তোমরা সকলেই জানো, HSC-এর বিশাল সিলেবাসের মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য HSC-তে তুলনামূলক খুবই কম সময় পাওয়া যায়। আবার HSC-এর তুলনায় SSC-তে অনেক বিষয় সংক্ষেপিত থাকে, ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কনসেপ্টগত দিক থেকেও অনেকটা ঘাটতি থেকে যায়। এছাড়া যেহেতু তোমাদের প্রায় সকলেরই স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার, তাই HSC লাইফই স্বপ্নপূরণে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলার উৎকৃষ্ট সময়। তাই কলেজে ক্লাস শুরুর পূর্বেই 1st Year এর সিলেবাস এগিয়ে রাখতে উদ্ভাস এর আয়োজন “HSC 1st Year একাডেমিক প্রোগ্রাম (Prime Batch)”।

Image

এই প্রোগ্রামের কোর্সসমূহ

প্রিয় একাদশ শ্রেণি ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
খু্ব শীঘ্রই তোমাদের SSC বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। আর বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির মাধ্যমে তোমরা কলেজ লাইফে পদার্পণ করবে। তবে কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরুর পূর্বে মনে রাখতে হবে, শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই কলেজ লাইফ। এই ধাপেই মূলত একজন শিক্ষার্থীর প্রস্তুতির মজবুত ভিত্তি তৈরি হয়। তাই HSC তে ভালো ফলাফল অর্জনে অগ্রগামী হয়ে প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই। কেননা তোমরা জানো, HSC-এর বিশাল সিলেবাসের মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য HSC-তে তুলনামূলক খুবই কম সময় পাওয়া যায়। কারণ কলেজ ভর্তির প্রক্রিয়া এবং ক্লাস শুরু হতেই একাদশ শ্রেণির অনেকটা সময় কেটে যায়। আবার HSC-এর তুলনায় SSC-তে অনেক বিষয় সংক্ষেপিত থাকে, ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কনসেপ্টগত দিক থেকেও অনেকটা ঘাটতি থেকে যায়।

 

আবার HSC বোর্ড পরীক্ষা যেহেতু একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি দুই সিলেবাসের উপরেই হয়ে থাকে, তাই বোর্ড পরীক্ষায় ভালো করতে একাদশ শ্রেণি থেকেই পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। এছাড়া HSC বোর্ড পরীক্ষার রেজাল্ট মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটিসহ সকল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কলেজে ক্লাস শুরুর পূর্বেই 1st Year এর সিলেবাস এগিয়ে রাখতে অনলাইন ও অফলাইন সার্ভিসের সমন্বয়ে উদ্ভাস এর আয়োজন “HSC 1st Year একাডেমিক প্রোগ্রাম (Prime Batch) [কম্বো]”। যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান; এই চারটি বিষয় পরিপূর্ণভাবে গুছিয়ে পড়ানো হবে। যার মাধ্যমে তোমরা পর্যাপ্ত সংখ্যক ক্লাস, পরীক্ষা এবং প্রস্তুতি সহায়ক স্টাডি ম্যাটেরিয়ালসসহ অনন্য সব সেবার দ্বারা নিজেদের সময় যেমন কাজে লাগাতে পারবে তেমনি অন্যদের থেকেও একধাপ এগিয়ে থাকবে।


► কোর্সে যা যা থাকছে-

  • ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই ৪টি বিষয় পড়ানো হবে।
  • স্মার্টবোর্ডের মাধ্যমে ইন্টারেক্টিভ লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও শিক্ষার্থীর আইডিতে বোর্ড পরীক্ষা পর্যন্ত সংরক্ষিত থাকবে।
  • সপ্তাহে ৪দিন ক্লাস (প্রতিদিন ২টি সাবজেক্ট এর উপর) ক্লাস সংখ্যা ২৭০টি।
  • আগের দিনের লেকচারের উপর পরের দিন বোর্ড স্ট্যান্ডার্ড MCQ এক্সাম ২৭০টি ও কোর্স শেষে ৪টি কোর্স ফাইনাল ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হবে।
  • অধ্যায়ভিত্তিক CQ এক্সাম ৪৪টি ও প্রি-এডমিশন MCQ এক্সাম ৪৪টি।
  • বিষয়ভিত্তিক ৮টি প্যারালাল টেক্সট।
  • কম্বো ব্যাচের শিক্ষার্থীরা অধ্যায়ভিত্তিক CQ এক্সামগুলো অনলাইনের পাশাপাশি নিকটস্থ শাখায় অফলাইনেও দিতে পারবে।

 
► কোর্স বিবরণী:

  • ৪টি বিষয় পড়ানো হবে (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)
  • লাইভ ক্লাস: ২৭০টি (প্রতিদিন ডাবল ক্লাস)
  • বোর্ড স্ট্যান্ডার্ড MCQ এক্সাম: ২৭০টি
  • অধ্যায়ভিত্তিক CQ এক্সাম: ৪৪টি
  • প্রি-এডমিশন MCQ এক্সাম: ৪৪টি
  • কোর্স ফাইনাল এক্সাম: ৪টি
  • বিষয়ভিত্তিক প্যারালাল টেক্সট: ৮টি
  • ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক Q&A সার্ভিস
     

► কোর্স শুরু: ৩ আগস্ট, ২০২৫
► কম্বো ব্যাচ কোর্স ফি:

  • প্যারালাল টেক্সটসহ ৪টি বিষয় মোট: ১৯০০০/-
  • সীমিত সময়ের জন্য ২০০০/- ছাড়ে ভর্তি চলছে
  • মোট ফি ২ কিস্তিতে পরিশোধ করা যাবে
  • প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ১০০০/- অতিরিক্ত ছাড়!
     

প্রিয় একাদশ শ্রেণি ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
খু্ব শীঘ্রই তোমাদের SSC বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। আর বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির মাধ্যমে তোমরা কলেজ লাইফে পদার্পণ করবে। তবে কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরুর পূর্বে মনে রাখতে হবে, শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই কলেজ লাইফ। এই ধাপেই মূলত একজন শিক্ষার্থীর প্রস্তুতির মজবুত ভিত্তি তৈরি হয়। তাই HSC তে ভালো ফলাফল অর্জনে অগ্রগামী হয়ে প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই। কেননা তোমরা জানো, HSC-এর বিশাল সিলেবাসের মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য HSC-তে তুলনামূলক খুবই কম সময় পাওয়া যায়। কারণ কলেজ ভর্তির প্রক্রিয়া এবং ক্লাস শুরু হতেই একাদশ শ্রেণির অনেকটা সময় কেটে যায়। আবার HSC-এর তুলনায় SSC-তে অনেক বিষয় সংক্ষেপিত থাকে, ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কনসেপ্টগত দিক থেকেও অনেকটা ঘাটতি থেকে যায়।

 

আবার HSC বোর্ড পরীক্ষা যেহেতু একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি দুই সিলেবাসের উপরেই হয়ে থাকে, তাই বোর্ড পরীক্ষায় ভালো করতে একাদশ শ্রেণি থেকেই পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। এছাড়া HSC বোর্ড পরীক্ষার রেজাল্ট মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটিসহ সকল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কলেজে ক্লাস শুরুর পূর্বেই 1st Year এর সিলেবাস এগিয়ে রাখতে অনলাইন সার্ভিসের সমন্বয়ে উদ্ভাস এর আয়োজন “HSC 1st Year একাডেমিক প্রোগ্রাম (Prime Batch) [অনলাইন]”। যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান; এই চারটি বিষয় পরিপূর্ণভাবে গুছিয়ে পড়ানো হবে। যার মাধ্যমে তোমরা পর্যাপ্ত সংখ্যক ক্লাস ও পরীক্ষাসহ অনন্য সব সেবার দ্বারা নিজেদের সময় যেমন কাজে লাগাতে পারবে তেমনি অন্যদের থেকেও একধাপ এগিয়ে থাকবে।


► কোর্সে যা যা থাকছে-

  • ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই ৪টি বিষয় পড়ানো হবে।
  • স্মার্টবোর্ডের মাধ্যমে ইন্টারেক্টিভ লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও শিক্ষার্থীর আইডিতে বোর্ড পরীক্ষা পর্যন্ত সংরক্ষিত থাকবে।
  • সপ্তাহে ৪দিন ক্লাস (প্রতিদিন ডাবল ক্লাস) ক্লাস সংখ্যা ২৭০টি।
  • আগের দিনের লেকচারের উপর পরের দিন বোর্ড স্ট্যান্ডার্ড MCQ এক্সাম ২৭০টি ও কোর্স শেষে ৪টি কোর্স ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হবে।
  • অধ্যায়ভিত্তিক CQ এক্সাম ৪৪টি ও প্রি-এডমিশন MCQ এক্সাম ৪৪টি।
     

► কোর্স বিবরণী:

  • ৪টি বিষয় পড়ানো হবে (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)
  • লাইভ ক্লাস: ২৭০টি (প্রতিদিন ডাবল ক্লাস)
  • বোর্ড স্ট্যান্ডার্ড MCQ এক্সাম: ২৭০টি
  • অধ্যায়ভিত্তিক CQ এক্সাম: ৪৪টি
  • প্রি-এডমিশন MCQ এক্সাম: ৪৪টি
  • কোর্স ফাইনাল এক্সাম: ৪টি
  • ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক Q&A সার্ভিস
     

► কোর্স শুরু: ৩ আগস্ট, ২০২৫
► অনলাইন ব্যাচ কোর্স ফি:

  • প্যারালাল টেক্সট ছাড়া ৪টি বিষয় মোট: ১৪০০০/-
  • সীমিত সময়ের জন্য ২০০০/- ছাড়ে ভর্তি চলছে
  • ২ কিস্তিতে পরিশোধ করা যাবে
  • প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ১০০০/- অতিরিক্ত ছাড়!